গ্রীষ্মকালে দেশের ছোট-বড় প্রায় সকল হাটবাজারেই পাওয়া যায় দিনাজপুরের লাল টুকটুকে লিচু। কৃষকের অক্লান্ত পরিশ্রমের ফলে প্রতি বছর অর্ধ লক্ষাধিক মেট্রিক টন লিচু উৎপাদিত হয় এই জেলা থেকে। প্রতি মৌসুমে বাম্পার ফলন ও ন্যায্য দামের পরও এখানকার কৃষকদের মুখে হাসি ফোটে না। কারণ লিচুর শহর হিসেবে খ্যাত এই জেলাটিতে নেই কোনো সংরক্ষণাগার কিংবা হিমাগার! তাই প্রতি মৌসুমে লিচু পচে যাওয়ার আতঙ্কে দিন কাটে ৫ হাজার লিচু চাষির। তাই খাদ্য মন্ত্রণালয়ের কাছে সবিনয় আবেদন, অবিলম্বে লিচু চাষিদের জন্য হিমাগার তৈরির যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।
মো. সাব্বি রহমান
রাজাবাসর, পার্বতীপুর, দিনাজপুর।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন