শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আজ অনন্যা শীর্ষ দশ সম্মাননা অনুষ্ঠান

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: পাক্ষিক অনন্যা পথচলার ২৯ বছর অতিক্রম করছে। সেই সঙ্গে ২৪ বছর পূর্তি হচ্ছে অনন্যা শীর্ষদশ সম্মাননা প্রদানের। ১৯৯৩ সাল থেকে অনন্যা শীর্ষদশ সম্মাননা দেয়া হচ্ছে। প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে দেশের ১০ জন বিশিষ্ট কৃতী নারীকে এই সম্মাননা দেয়া হয়। গত ২৩ বছরে ২৩০ জন সংগ্রামী নারী পেয়েছেন এই সম্মাননা। শীর্ষদশ সম্মাননা-প্রাপ্ত ২৩০ নারীর অর্জন ও জীবনযুদ্ধ নিয়ে অনন্যার অনন্য প্রকাশনা শীর্ষদশ কফি টেবিল বুকের তৃতীয় সংস্করণ প্রকাশিত হচ্ছে এবার। আজ সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তনে এক অনুষ্ঠানে ২০১৬ সালের সম্মাননার জন্য মনোনীত দশ নারীকে সম্মাননা পদক ও সনদ প্রদান করা হবে। প্রধান অতিথি থাকবেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন মানবাধিকার নেত্রী ড. হামিদা হোসেন এবং বিশিষ্ট রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. রওনক জাহান।


 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন