বিনোদন ডেস্ক: ঈদের নাটকে জুটি হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও মাহফুজ আহমেদ। তাদের নিয়ে নাটক নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটির নাম তালপাতার পাখা। রচনা করেছেন মাসুম শাহরিয়ার। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা ও মাহফুজ। গল্পে দেখা যাবে, পূর্ণিমা আলমারি গোছাতে গিয়ে একটি গল্পের বই খুঁজে পান। বইটিতে লেখা, তোমার দেয়া তালপাতার পাখাটা আজও যতœ করে রেখে দিয়েছি। ইতি- বর্ষা। এরপর পূর্ণিমার মনে প্রশ্ন জাগে কে এই বর্ষা? নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন-নাজিরা মৌ, আজম খান ও আখতারী ডলি। ঈদুল ফিতরে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন