রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

গানপাউডার ও পাওয়ার জেল উদ্ধার : চাঁপাইনবাবগঞ্জে ৭ জেএমবি সদস্য গ্রেফতার

| প্রকাশের সময় : ১৩ মে, ২০১৭, ১২:০০ এএম

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ ও নাচোল উপজেলায় গত দু’দিন ধরে জঙ্গী বিরোধী বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৪ কেজি গানপাউডার, সাড়ে ৫২ কেজি পাওয়ার জেল ও ২২ টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এসব তথ্য দেন। গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলো, নাচোল উপজেলার গুঠইল গ্রামের মৃত তাইফুর রহমানের ছেলে হারুন অর রশিদ (২৫), একই গ্রামের মোস্তফার ছেলে কামাল উদ্দিন (৩২), একই উপজেলার বেড়াচকি গ্রামের মোঃ ইসমাইলের ছেলে নাসিম রেজা (২০), একই উপজেলার শ্রীরামপুর গ্রামের কেতাবুল ইসলামের ছেলে মোঃ ফিরোজ (২২), শিবগঞ্জ উপজেলার শিবনগর কাইঠাপাড়া গ্রামের এসলামের ছেলে মোঃ বাবু (২২), একই ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত নেশ মোহাম্মদের ছেলে আজিজুল হক (৩৮) ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ফাটাপাড়ার মোঃ গুঠুর ছেলে আব্দুল হাকিম (২০)। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২ দিন ধরে চাঁপাইনবাবগঞ্জের সদর, নাচোল ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে জঙ্গী বিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানের শুরুতেই বুধবার সকালে নাচোল উপজেলার গুঠইল গ্রাম থেকে জেএমবি নেতা হারুন অর রশিদ, কামাল উদ্দিন, নাসিম রেজা ও মোঃ ফিরোজকে গ্রেফতার করা হয়। সেখান থেকে উদ্ধার করা হয় সাড়ে ৪ কেজি গানপাউডার ও ২২ টি জিহাদী বই। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কাইঠাপাড়া ও রাঘবপুরে। বৃহস্পতিবার সকালে কাইঠাপাড়ার ইসলাম আলীর বাড়িতে অভিযান চালিয়ে ওই বাড়ির পাশে মাটির নীচ থেকে একটি প্লাষ্টিকের ড্রাম উদ্ধার করা হয়। পরে ওই ড্রাম থেকে সাড়ে ৫২ কেজি বিস্ফোরক (পাওয়ার জেল) উদ্ধার করা হয়। এই ঘটনায় গ্রেফতার করা হয় এসলাম আলীর ছেলে বাবুকে। বৃহস্পতিবার সকালে একই ইউনিয়নের রাঘবপুর গ্রামে নেশ মোহাম্মদের ছেলে জেএমবি সদস্য আজিজুর রহমানের বাড়িতে অভিযান  চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া বৃহস্পতিবার রাতে সদর উপজেলার দেবীনগর ফাটা পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় অপর জেএমবি সদস্য হাকিমকে। গ্রেফতারকৃতরা সবাই জেএমবির মধ্যম স্তরের কর্মী বলে জানিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন