স্টাফ রিপোর্টার : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে গরুর গোশতের দাম কেজি প্রতি ৪৭৫ টাকা এবং খাসির গোশত ৭২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিদেশী গরুর গোশত ৪৪০ টাকা, মহিষের গোশত ৪৪০ টাকা এবং ভেড়া ও ছাগলের গোশত ৬২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) গোশত ব্যবসায়ীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ দাম নির্ধারণ করে দেন। এ সময় মেয়র বলেন, ১ রমজান থেকে ২৬ রমজান পর্যন্ত এ দাম কার্যকর হবে। কাঁচাবাজারের গোশতের দোকানের পাশাপাশি ডিপার্টমেন্টাল স্টোরসহ সব দোকানের জন্যই এ দাম প্রযোজ্য হবে। কেউ অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গত বছর রমজানে গরুর গোশত ৪২০, মহিষ ৪০০, খাসি ৫৭০, ভেড়া ও ছাগলের গোশত ৪৭০ টাকা নির্ধারণ করে দেয়া হয়েছিল ডিএসসিসি’র পক্ষ থেকে।
সভায় বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, গরু-খাসির গোশতের দাম বেড়ে যাওয়ার কারণ চাঁদাবাজি। মাত্র ১০ হাজার টাকা দিয়ে ভারত থেকে গরু আনার পর ঢাকায় আনতে আরো ৬৫ হাজার টাকা চাঁদা দিতে হয়। এছাড়া গাবতলি পশুহাটে গোশত ব্যবসায়ীদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫০ টাকা হাসিল নেয়ার কথা থাকলেও তা না নিয়ে ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত হাসিল নেয়া হচ্ছে।
তিনি বলেন, গোশত ব্যবসায়ীরা ইজারাদারের লোকদের চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। এ কারণে ব্যবসায়ীরা বেশি দামে গোশত বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এসব চাঁদাবাজি বন্ধ করতে পারলে মাত্র ৩০০ টাকায় গরুর গোশত খাওয়ানো সম্ভব হবে।
এ সময় তিনি নদীপথ ও সড়ক পথের সুবিধা থাকা ঢাকা দক্ষিণের কামরঙ্গীরচরে একটি স্থায়ী পশু হাট করার দাবি জানান। পাশাপাশি কাপ্তানবাজার, হাজারীবাগ জবাইখানার আধুনিকায়নের দাবি জানান। এছাড়া রমজানে নির্ধারিত দাম মনিটরিংয়ের স্বার্থে দীর্ঘদিন তালা বন্ধ রাখা গোশত ব্যবসায়ী সমিতির গাবতলি হাটে থাকা অফিস খুলে দেয়ারও আহবান জানান তিনি।
জবাবে মেয়র বলেন, তিনি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের সাথে কথা বলে হাটে চাঁদাবাজি বন্ধ ও সমিতির অফিস খুলে দেয়ার ব্যবস্থা করবেন। এছাড়া দক্ষিণ সিটি এলাকায় রমজানের পর আলোচনা করে একটি স্থায়ী পশু হাট করা হবে বলে তিনি জানান।
সভায় ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির ও ফরিদ উদ্দিন আহম্মেদ রতন, প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শেখ সালাউদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার, বাংলাদেশ গোশত ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু, ঢাকা মেট্রোপলিটন গোশত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের অভিষেক
মেয়র সাঈদ খোকন গতকাল ডিএসসিসির পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের নব-নির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সায়েদাবাদ কেন্দ্রীয় মটর গ্যারেজে আয়োজিত এ অনুষ্ঠানে মেয়র নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্ব স্ব দায়িত্ব পালনের মাধ্যমে নগরবাসীর সেবায় আত্মনিয়োগে সচেষ্ট হওয়ার জন্য নব-নির্বাচিত নেতাদের প্রতি আহবান জানান। ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আক্তার দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, মহা-ব্যবস্থাপক (পরিবহন) নিতাই চন্দ্র সেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম শাহীন এবং কমিটির নব-নির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন