শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

পাকিস্তানকে দায়ী না করে নিজেদের সমস্যা নিরসনের দিকে নজর দিন

প্রতিবেশী দেশগুলোর প্রতি পাক সেনাপ্রধান জেনারেল বাজওয়া

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে বলেছেন, পাকিস্তানকে দায়ী না করে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিরসনের দিকে নজর দিন। কোনো দেশের নাম উল্লেখ না করে এ বক্তব্য দেন তিনি। রাজধানী ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত ভাষণে এ আহŸান জানান তিনি। জাতীয় নিরাপত্তা এবং যুদ্ধ পাঠ্যধারায় অংশগ্রহণকারীদের উদ্দেশে এ ভাষণ দেন তিনি। তিনি বলেন, নিজ দায়িত্বের প্রতি চোখ বন্ধ রেখে এবং বাইরের দেশকে দায়ী করে সন্ত্রাসবাদকে পরাস্ত করা যায় না। এ অঞ্চলের কোনো কোনো দেশ এ রকম করে বলেও এর আগে উল্লেখ করেন তিনি। অবশ্য কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি। আফগানিস্তান এবং ভারত প্রায় নিয়মিতই তাদের ভূমিতে সন্ত্রাসবাদ উসকে দেয়ার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে। নিজ দেশের বেশির ভাগ সন্ত্রাসী তৎপরতার জন্য ইসলামাবাদকে দায়ী করে কাবুল। অন্যদিকে কাশ্মিরে গণআন্দোলনকে খাটো করে দেখানোর জন্যও পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করছে ভারত। পাশাপাশি পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে সংলাপ চালাতেও অস্বীকার করছে ভারত। অবশ্য পাকিস্তান বরাবর এ ধরনের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। পার্সটুডে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shuvo Ahmed ১৮ জুন, ২০১৭, ১১:৩৬ এএম says : 0
He is 100% Right
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন