ইনকিলাব ডেস্ক : ‘সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’ বলে একটি বহুল প্রচলিত কথা রয়েছে। কেউ ভালো মানুষের সঙ্গে থেকে ভালো হয়ে গেলে বা কেউ অসৎ মানুষের সংস্পর্শে এসে খারাপ হয়ে গেলে এই কথাটি বলা হয়ে থাকে।
চলতি রমজানে আমরা এক তরুণীর কথা উল্লেখ করেছিলাম যিনি হিন্দু ধর্মাবলম্বী থাকা সত্তে¡ও তার মুসলিম বন্ধুদের সাথে সওম (রোযা) পালন শুরু করেন এবং পরবর্তীতে কুরআন মাজীদ পড়ে এবং ইসলাম ধর্মের বিভিন্ন দিক জেনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। আমরা সম্প্রতি জানতে পারলাম যে, ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত মুজাফফরনগর কারাগারে ১ হাজার ১শ’ ৭৪ জন মুসলিমের সঙ্গে ৩২ জন হিন্দুও রোযা পালন করে চলেছেন। কারা কর্তৃপক্ষ রোযা পালনকারী সবার জন্য বিশেষ ইনতেজাম করেছে। জেল সুপার রাকেশ সিং বলেন, তারা যাতে স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারে সে লক্ষ্যে তাদের দুধ ও নানা ধরনের ফলফলাদি পরিবেশন করা হচ্ছে। জানা গেছে, কারাগারটিতে সর্বমোট ২ হাজার ৬শ’ কয়েদী রয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১শ’ ৭৪ জন মুসলিম কয়েদী রোযা পালন করছেন এবং তাদের সাথে যোগ দিয়েছেন ৩২ জন হিন্দু ধর্মাবলম্বীও। সূত্র : পিটিআই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন