শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নজর’র সফল পরীক্ষা পাকিস্তানের

প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের অভিনন্দন

| প্রকাশের সময় : ৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান একটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলতার সঙ্গে সম্পন্ন করেছে বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। নজর নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সময় পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া উপস্থিত ছিলেন বলে সংবাদ মাধ্যম ডন’র এক প্রতিবেদনে জানানো হয়েছে। পাক প্রেসিডেন্ট মামনুন হোসেইন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে জড়িত বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। সফল উৎক্ষেপণে বিজ্ঞানীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তারা। পরে দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানায়, সা¤প্রতিক সপ্তাহগুলোতে তারা নজর’র পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছিলেন। ক্ষেপণাস্ত্রটি আগে ৬০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারতো, এখন তা ৭০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারবে; পাশাপাশি ক্ষেপণাস্ত্রটিকে এখন আগের চেয়েও দ্রæতগতিতে প্রস্তুত করা যাবে বলেও বিবৃতিতে জানিয়েছে আইএসপিআর। নতুন এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রæপক্ষের ক্ষেপণাস্ত্রবিরোধী প্রতিরক্ষাসহ প্রচলিত হুমকির বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেও দাবি তাদের। বক্তৃতায় বাজওয়া যেকোনো মূল্যে যুদ্ধ এড়িয়ে চলাই তাদের সেনাবাহিনীর কৌশল উল্লেখ করে বলেছেন, উচ্চমাত্রার সামরিক ক্ষমতাসম্পন্ন ও ক্রমবর্ধমান আগ্রাসী প্রতিবেশী বিরুদ্ধে পাক সেনাবাহিনীর কৌশলগত উন্নয়নই শান্তির নিশ্চয়তা দিতে পারে। ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক এই উৎক্ষেপণের সময় পাকিস্তান সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপর এক খবরে বলা হয়, অজ্ঞাত স্থান থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পর পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, পাকিস্তানের কৌশলগত সক্ষমতা উঁচু মাত্রায় সামরিকীকরণ এবং যুদ্ধবাজ প্রতিবেশীর বিরুদ্ধে শান্তির নিশ্চয়তা দেয়। এ কথার মাধ্যমে তিনি পরোক্ষভাবে প্রতিবেশী ভারতের প্রতিই ইঙ্গিত করেছেন। ডন, বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Irfanul Islam ৭ জুলাই, ২০১৭, ১২:৫৯ পিএম says : 1
Go ahead Pakistan
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন