স্টাফ রিপোর্টার : মুসলিম বিশ্বের সবচেয়ে বড় জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের পরবর্তী ২০১৮ সালের বৈঠক হবে ঢাকায়। ২০১৭ সালের সেই বৈঠক আয়োজনে ঢাকাকে দায়িত্ব দেয়া হয়েছে। আফ্রিকার দেশ আইভরিকস্টের বন্দর নগরী আবিদজানে ৪৪তম ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আবিদজানের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৈঠকে সদস্য রাষ্ট্রের বড় সংখ্যক পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের প্রতিনিধিসহ ওআইসি’র অধীনস্থ সংস্থা, পর্যবেক্ষণ সদস্য রাষ্ট্ররা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় তিন দশক পর ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের মতো গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশে হতে যাচ্ছে। এ সিদ্ধান্তের জন্য পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ওআইসির সদস্যদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ্য, আগামী তিন বছরের জন্য বাংলাদেশ ওআইসির তরিকা এবং ৮ সদস্যের নির্বাহী কমিটির একটি গুরুত্বপূর্ণ সদস্য হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন