বিনোদন ডেস্ক: ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু শাড়িতে নয়। ওয়েস্টার্ন পোশাকে। সঙ্গে অবশ্য ছিল জাতীয় পতাকার রঙের ওড়না। ওয়েস্টার্ন পোশাকের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। ১৫ আগস্ট আমেরিকায় ছিলেন তিনি। সেখান থেকেই ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি পোস্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসেজ আসে, দয়া করে ভারতে আসবেন না। অনুষ্ঠানের জন্য কি আপনার কাছে সালোয়ার-কামিজ ছিল না? অন্য একজন লেখেন, অন্তত এই দিনের জন্য আপনার শাড়ি পরা উচিত ছিল। কেউ লেখেন, জাতীয় পতাকার একটা সম্মান আছে। কেউ আবার লেখেন, এটা তোমার দোপাট্টা নয়, স্টুপিড। কিছু সম্মান দেখাও। তবে এই প্রথমবার নয়। পোশাক নিয়ে এর আগেও সমালোচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বার্লিনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন তিনি। সেখানে পোশাকের জন্য প্রিয়াঙ্কাকে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয়াঙ্কাকে লেখা হয়েছিল, প্রিয়াঙ্কা, আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রীর সামনে বসে আছেন। আপনার এই প্রাথমিক জ্ঞানটুকু থাকা দরকার যে আপনার পা ঢেকে রাখা উচিত।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন