শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

‘দ্য মেট্রিক্স রেজারেকশন্স’-এ ‘সতী’র ভূমিকায় প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

আর অপেক্ষায় কয়েকটা দিন। এই ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘দ্য মেট্রিক্স’ ফ্র্যাঞ্চাইজের চতুর্থ পর্ব ‘দ্য মেট্রিক্স রেজারেকশন্স’। কাস্টে পুরনো আরও কয়েকজনের সঙ্গে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ঠিক কোন ভূমিকায় অভিনয় করবেন তা নিয়ে প্রথম থেকেই চলছিল জল্পনা কল্পনা। অনেকে ধারণা করেছিল ‘দ্য মেট্রিক্স রেভোলিউশন্স’ পবের্র রেল স্টেশন দৃশ্যে রামা কান্দ্রা-কমলা দম্পতির শিশু কন্যা সতীর পরিণত বয়সী ভূমিকায় অভিনয় করবেন তিনি। হয়েছেও তাই। কোরীয় ভাষায় সম্প্রতি ‘দ্য মেট্রিক্স রেজারেকশন্স’-এর পোস্টার প্রকাশিত হয়েছে, তাতে সতীর চরিত্রে প্রিয়াঙ্কাকে দেখা গেছে। গুগল অনুবাদে পোস্টারের সঙ্গে যুক্ত হ্যাশট্যাগ বানির অর্থ : “# সতী । #প্রিয়াঙ্কা চোপড়া অ্যাকশনের শেকড়ের পূর্বাভাস দিচ্ছে!” তৃতীয় পর্বে সতীকে ওরাকলের অভিভাবকত্বে হস্তান্তর করা হয়। ‘দ্য মেট্রিক্স রেজারেকশন্স’-এর প্রথম ট্রেইলারে প্রিয়াঙ্কার চরিত্রকে নিও’র (কিয়ানু রিভস) জন্য ক্যাফেতে অপেক্ষা করতে দেখান হয়েছে, সেখান সে ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ পড়ছিল। এই পর্বে সতী সম্ভবত ওরাকলের স্থলাভিষিক্ত হবে, যে যন্ত্র জগতের সঙ্গে মানব জগতের যোগাযোগ রক্ষা করে চলে। ‘দ্য মেট্রিক্স : রেজারেকশন্স’ পরিচালনা করেছেন লানা ওয়াচোস্কি; উল্লিখিতদের ছাড়া অভিনয় করেছেন নিল প্যাট্রিক হ্যারিস, জ্যাডা পিঙ্কেট স্মিথ, ল্যাম্বের উইলসন, ইয়াহিয়া আবদুল-মাতিন সেকেন্ড, নিল প্যাট্রিক হ্যারিস, জেসিকা হেনউইক, জনাথান গ্রফ, টোবি অনউমেয়ার, অ্যান্ড্রু ক্যাল্ডওয়েল, ব্রায়ান জে স্মিথ এবং এলেন হলম্যান। নতুন ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন আলেকজান্ডার হিমন এবং ডেভিড মিচেল। প্রিয়াঙ্কা বর্তমানে ফারহান আখতারের ‘জি লে জারা’ ফিল্মের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। ফিল্মটিতে তার সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন