বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার কথিত প্রেমিক নিক জোনাসকে নিয়ে ভারতে ফিরেছেন। স¤প্রতি মার্কিন গায়ক-অভিনেতাটি তাদের এক নিকটাত্মীয়ের বিয়েতে প্রিয়াঙ্কাকে নিয়ে অংশ নেন এবং ৩৫ বছর বয়সী অভিনেত্রীটিকে তার পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। আর এর কয়েকদিন পরই প্রিয়াঙ্কা সম্ভবত তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য নিককে নিয়ে তার দেশে ফিরে এসেছেন। গত রাতে ‘ভাইরাল ভায়ানি’ নামের এক পাপারাৎসি বিমানবন্দর থেকে বেরিয়ে যাবার সময় তাদের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে দেন। তিনি ক্যাপশনে লিখেছেন : “মনে পড়ে? বলেছিলাম নিক জোনাস মুম্বাই আসছেন। ঠিক তাই ঘটেছে, তিনি প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এসেছেন, তারা গোপনে এসেছেন বলে কোনও ছবি তোলেননি।” জানা গেছে তারা টিন্টেড গøাস লাগানো একটি গাড়িতে করে বিমানবন্দর ছেড়ে যান।
যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে সপ্তাহান্তে একটি প্রমোদ তরীতে অবকাশ কাটাবার পর প্রিয়াঙ্কা আর নিক (২৫) একসঙ্গে প্রচুর সময় কাটাচ্ছেন। ২০১৭তে দাতব্য তহবিল সংগ্রহের মেট গালাতে এই দুজনের প্রথম পরিচয় হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন