শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিবন্ধ

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০১৭, ১২:০০ এএম

 

বন্যার্তদের সাহায্য
কয়েক দিনের টানা বর্ষণে সারা দেশে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, গত ২০০ বছরের ইতিহাসে এবার সবচেয়ে ভয়াবহ বন্যা হতে পারে। পানির ঢল, ব্যাপক নদীভাঙন আর প্রবল বন্যায় গৃহহীন, সহায়-সম্বলহীন হয়ে পড়েছে লাখো পরিবার। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে রাস্তায়, স্কুল-কলেজে নির্ঘুম রাত পার করছে অসহায় মানুষগুলো, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর পানিবন্দী মানুষেরা প্রতিমুহূর্তে নিদারুণ কষ্ট সহ্য করছে। এ পরিস্থিতি আরও বেশ কদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। বিশুদ্ধ খাবার পানির অভাবে সর্বত্র পানিবাহিত রোগ দেখা দিয়েছে। বন্যার্ত দরিদ্র মানুষগুলো অসহায় হয়ে তাকিয়ে আছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সারা দেশের বন্যার্ত সব মানুষকে সহযোগিতা করতে পারি। সবাই মিলে নিজেদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে এগিয়ে এলে আমরা সর্বোচ্চসংখ্যক বন্যার্ত দুস্থ মানুষের কাছে পৌঁছে দিতে পারি শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইন, পানিবাহিত রোগের ওষুধসহ অন্যান্য ত্রাণসামগ্রী। মানবতার সেবায় আসুন, আমরা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিই। সরকারের পাশাপাশি আমরাও বন্যার্ত দুস্থ মানুষের পাশে দাঁড়াই।
মো. আবু তাহের মিয়া,
পীরগঞ্জ, রংপুর।

 

শিক্ষার্থীদের ভোগান্তি
সমন্বিত ভর্তি পরীক্ষা হচ্ছে একই প্রশ্নপত্র দিয়ে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পরীক্ষা নেওয়া। এবারও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা হচ্ছে না। পাবলিক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে একমত হতে পারেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করছে, সমন্বিত ভর্তি পরীক্ষা নেওয়া হলে এসব প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য থাকবে না। তাই তারা সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে আগ্রহী নয়।
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে শিক্ষার্থীদের কত অর্থ ও শ্রম ব্যয় হয়, সেটা কি তাঁরা ভেবে দেখেন না। অনেক মেধাবী ছাত্রছাত্রী টাকার অভাবে দূরদূরান্তে গিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারে না। টাকার জন্য মেধাবী ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যদি মেডিকেল কলেজগুলোর মতো একটি সমন্বিত ভর্তি পরীক্ষা নিত, তাহলে ভর্তি-ইচ্ছুক ছাত্রছাত্রীরা এত ভোগান্তিতে পড়ত না। বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা বাবদ মোটা অঙ্কের টাকা আয় করে। সমন্বিত ভর্তি পরীক্ষা হলে তারা এই অর্থ উপার্জন থেকে বঞ্চিত হবে। তাই হয়তো তারা সমন্বিত পরীক্ষা নিতে রাজি হয় না। কিন্তু এ অবস্থা আর কত দিন চলবে?
মাহফুজুর রহমান খান,
জামালপুর।

 

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন