সঞ্চয়পত্র ভাঙাতে ভোগান্তি
গত ১০-৯-২০১৭ তারিখে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখায় পরিবার সঞ্চয়পত্র ভাঙাতে গিয়ে চরম ভোগান্তির শিকার হয়েছি। সকাল ১০টা ১৮ মিনিটে টোকেনের জন্য লাইনে দাঁড়িয়ে বিকাল ৪টা ১৫ মিনিটে টাকা হাতে পেয়েছি। টোকেন দেওয়া হলেও এখানে সিরিয়াল রক্ষা করা হয় না। এই তথ্যপ্রযুক্তির যুগে একটা সঞ্চয়পত্র ভাঙাতে কেন সারা দিন লাগবেÍ সংশ্লিষ্টদের প্রশ্ন করে এর কোনো সদুত্তর পাইনি, উল্টো তাদের দুর্ব্যবহারের শিকার হয়েছি।
সরকার দেশকে ডিজিটাল করার প্রত্যয় ঘোষণা করেছে। এ লক্ষ্যে অনেক কাজও করা হয়েছে। কিন্তু এক শ্রেণির কর্মচারীদের দায়িত্বহীনতার কারণে এর সুফল সাধারণ মানুষ পাচ্ছে না। সরকারের ভাবমূর্তি বিনষ্টকারী এসব কর্মচারীর অবিলম্বে চিহ্নিত করা দরকার। কী কারণে সঞ্চয়পত্র ভাঙাতে গ্রাহকগণ অহেতুক বিলম্বের শিকার হচ্ছেনÍতা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের ঊধ্বর্তন কর্তৃপক্ষ ও অর্থ মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আলী হায়দার
পল্লবী, ঢাকা
হারিয়ে যাচ্ছে হাঙর
একসময় দেশের দক্ষিণাঞ্চলের নদ-নদীতে ছিল প্রচুর হাঙর আর কুমির। এজন্য কেউ নদীতে স্নান করতে চাইত না। মা তার সন্তানকে বলতেন, নদীতে গেলে হাঙর-কুমির গিলে খাবে। নদীতে যেও না। আর রূপালী পর্দায় নায়ক তার প্রিয়তমাকে নদীতে নিয়ে শোনাতেন- ‘ওরে দেওয়াই করছে মেঘ মেঘালি... হাঙর-কুমির বন্ধু আমার নদী কিসের ভয়।’ দিন যতই যাচ্ছে নদীতে পলি জমে জমে এর নাব্যতা কমিয়ে দিচ্ছে। এ কারণে দেশের নদ-নদী থেকে হাঙর-কুমির প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, একসময় নদীতে ব্যাপকভাবে হাঙর ধরাও হতো। পাচারকারীরা হাঙর শিকার করে এদের নিরবংশ করে ছেড়েছে। জানা যায়, হাঙরের পাখনার স্যুপ অনেক দেশেই অত্যন্ত জনপ্রিয় খাবার। খাদ্যরসিকদের কাছে সেই খাবার পৌঁছে দেয়ার জন্য এত বেশি হাঙর শিকার করা হচ্ছে যে, এক হাজারেরও বেশি হাঙর-প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হতে চলেছে। বিশেষজ্ঞদের মত, মূলত পাখনার জন্যই গোটা পৃথিবীতে প্রতি ঘণ্টায় ১১ হাজারেরও বেশি হাঙর মারা পড়ছে। এ অবস্থা চলতে থাকলে বর্তমানে কনড্রাইকথিল প্রজাতির যে ১০৪১ রকম হাঙর পৃথিবীতে রয়েছে, তার ৩১৩টিকে অদূর ভবিষ্যতে আর খুঁজে পাওয়া যাবে না। এ অবস্থায় আমাদের দেশের নদ-নদীতে হাঙর রক্ষার ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগকে উদ্যোগী হতে হবে।
লিয়াকত হোসেন খোকন
রূপনগর, ঢাকা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন