পূজা কোথায় দেখবেন?
আপনি যদি সনাতন ধর্মাবলম্বী হন এবং রাজধানীতে বসবাস করেন তাহলে এখনই ঠিক করে নিন কোন তিথিতে কোথায় পূজা দেখবেন। যে কোনদিন চলে আসতে পারেন ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে। একশ’ বছরের পুরনো এ পূজা। এখানকার বিশেষ আকর্ষণ মহাষ্টমী তিথিতে কুমারী পূজা। প্রচুর ভক্তের সমাগমও দেখতে পাবেন এখানে। এর খুব কাছেই টিকাটুলির ভোলানন্দগিরি আশ্রমে পূজা হয়। এ ছাড়া টিকাটুলিতে ‘দ্যা অ্যাকাডেমি ফর বেটার ওয়ার্ল্ড’ আয়োজন করে চৈতন্য দুর্গা। প্রতি ৩০ মিনিট পরপর চৈতন্য দুর্গার দৃশ্য অবলোকন করা যায় এখানে। এছাড়া জয়কালী মন্দির রোডে রামসীতা মন্দিরে পূজা হয়। বনগ্রাম পূজা কমিটি পূজার আয়োজন করে ওয়ারী বনগ্রাম রোডে। মহাজনপুর লেনে শীতল মন্দিরেও দুর্গা পূজা হয়। নরেন্দ্রনাথ বসাক লেনে শ্রী শ্রী ভগবৎ মন্দিরে, দক্ষিণ মৈশুন্ডির লালমোহন সাহা স্ট্রিটে, শ্রী শ্রী রাধাকান্ত মন্দির এবং জনার্দন জিও সিংহ মন্দিরেও পূজা হয়।
গেন্ডারিয়া থানায় ১৫টি মন্দিরে পূজা হয়। এর মধ্যে স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দির, দয়াগঞ্জ চৌরাস্তায়, শরতগুপ্ত রোড শ্রী শ্রী শিব মন্দির এবং দয়াগঞ্জ সিটি কলোনির পূজা উল্লেখযোগ্য। স্বামীবাগ সুইপার কলোনিতে হিন্দু তেলেগু সমাজ সঙ্ঘ পূজার আয়োজন করে। নারিন্দায় গজানন সঙ্ঘ পূজা কমিটির পূজাও বেশ জাঁকজমকপূর্ণ। মতিঝিল এলাকায় দু’টি মন্ডপে পূজা হয়, অরুনিমা দেবালয়ে- এজিবি কলোনি (হিন্দুপাড়া) এবং দক্ষিণ কমলাপুর রেলওয়ে কলোনিতে, টি টি পাড়াতে ১১টি স্থানে পূজা হয়। সূত্রাপুর থানায় ২৫টি মন্ডপে পূজা হয়। কোতোয়ালী ২২টি মন্ডপে পূজা হয়। আপনি ঘুরে আসতে পারেন ঝুলনবাড়ী, ফুলবাড়ী, গোয়ালনগর, কুয়ারপার। তাঁতীবাজার, শাঁখারিবাজার এলাকায় পূজা দেখার আনন্দ অন্যরকম। কারণ শাঁখারীবাজারের মতো এক এলাকায় এতো পূজা আর কোথাও হয় না। তেজগাঁও থানায় চারটি মন্ডপে পূজা হয়। শাহাবাগ থানায় তিনটি মন্ডপে পূজা হয়। যে কোনোদিন দেখতে পারেন রমনা কালী মন্দিরের পূজা। আসতে পারেন কলাবাগান ক্রীড়াচক্র মাঠে। বাড্ডা থানায় ১১টি মন্দিরে পূজা হয়। যেকোনো একদিন চলে আসুন বনানী মাঠে। বনানী থানায় ৭টি মন্ডপে পূজা হয়। পাশাপাশি খিলগাঁও এলাকায় তিনটি পূজা, শ্যামপুর এলাকায় জাতীয় শ্মশানঘাটে দু’টি মন্ডপে পূজা ও সবুজবাগ এলাকায় দু’টি মন্ডপে পূজা হয়। রাজারবাগ বরদেশ্বরী কালী মাতা মন্দিরের পূজাও জাঁকজমকপূর্ণ। এছাড়া চকবাজার থানায় ছয়টি, লালবাগ এলাকায় ছয়টি, হাজারীবাগ থানায় ১১টি, কদমতলী এলাকায় সাতটি, ভাটারা এলাকায় পাঁচটি, গুলশানে একটি, ধানমন্ডিতে একটি, মোহাম্মদপুরে পাঁচটি, গাবতলী এলাকায় আটটি এবং তুরাগ এলাকায় ১৪টি জায়গায় পূজা-অর্চনা হয়।
সুবর্ণা অধিকারী
গোপীবাগ, ঢাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন