শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

পাক সামরিক বাহিনীকে অজেয় রাখার অঙ্গীকার

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে অজেয় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। গত শুক্রবার প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান, তিন বাহিনীর প্রধানরা এবং বেসামরিক ও সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বহিঃশত্রæর যেকোনো ধরনের আগ্রাসনের মুখে পাক সামরিক বাহিনীকে অজেয় রাখার অঙ্গীকার করা হয়েছে ওই বৈঠকে। বৈঠক শেষে এ বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা হয়। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, আফগান সীমান্তের রাজগাল উপত্যকায় পাক সেনাবাহিনীর লেফটেন্যান্ট আরসালান সাত্তি নিহত হওয়ার পর এ বৈঠক অনুষ্ঠিত হলো। এছাড়া, ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় বাহিনীর দফায় দফায় যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাও বৈঠকে গুরুত্ব পেয়েছে। এর পাশাপাশি পাক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী স¤প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে যেসব বৈঠক করেছেন তা নিয়েও আলোচনা হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২১ আগস্ট আফগান নীতি ঘোষণার সময় পাকিস্তানের বিরুদ্ধে যেসব অভিযোগ করেছেন উল্লেখিত বৈঠকে তা বিশেষ গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। অনেকে মনে করছেন, ট্রাম্পের বক্তব্যকে সামনে রেখেই মূলত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক হলো। তবে বৈঠক শেষে প্রকাশিত বিবৃতিতে বিষয়টি নিয়ে তেমন কিছু বলা হয়নি। স্মরণযোগ্য, আফগান নীতি ঘোষণার সময় ট্রাম্প বলেছিলেন, পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং পাকিস্তানের ভূখÐ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে। সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য ট্রাম্প পাকিস্তানের প্রতিদ্ব›দ্বী ভারতের ব্যাপক প্রশংসা করেন। সন্ত্রাসবাদে মদদ দেয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করে প্রয়োজনে ব্যবস্থা নেয়ারও হুমকি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের এসব বক্তব্য ও অভিযোগকে ভালোভাবে গ্রঞণ করেনি পাকিস্তান। পাশাপাশি মার্কিন হুমকি মোকাবেলার কথাও ভাবছে ইসলামাবাদ। এজন্য দেশটি দ্রæত রাশিয়ার সমর্থন চেয়েছে এবং আঞ্চলিক প্রভাবশালী দেশগুলোর সমর্থন লাভের জন্য পাক পররাষ্ট্রমন্ত্রী খাজা মুহাম্মাদ আসিফ চীন, ইরান ও তুরস্ক সফর করেছেন। এরই মধ্যে রাশিয়াসহ এসব দেশ পাকিস্তানের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। এক্সপ্রেস ট্রিবিউন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন