শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দেড় মাসেও উদ্ধার হয়নি

প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

আশাশুনি (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : আশাশুনি উপজেলার কুল্যা গ্রামের মোছেল মল্লিকের শিশু পুত্র আল-আমিনকে দেড় মাস আগে ভারতে পাচার করা হলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।  দরিদ্র মোছেল ও তার স্ত্রী পারভিন খাতুর বিভিন্ন ইটের ভাটায় কাজ করে থাকেন। ৩ মাস পূর্বে তারা তাদের পুত্র আল-আমিনকে (১২) নানা-নানির কাছে রেখে খালিশপুর ইটভাটায় কাজে যান। গত বছরের ৫ ডিসেম্বর থেকে আল-আমিন উধাও হয়ে যায়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কুল্যা গ্রামের আ. ছাত্তার ও ছালেহা খাতুন এবং পাচারের হাত থেকে ফিরে আসা নজরুল ইসলামের পুত্র মিলন জানায়, আল আমিন, মিলন ও রাকিবকে শোভনালী গ্রামের রাজিব ও শ্বেতপুর গ্রামের শামছুর রহমানের পুত্র রাশেদুল সাথে নিয়ে ভারতে ইটের ভাটায় কাজে গিয়েছিল। ভারতের বোয়ালঘাটায় একটি ইটের ভাটায় তাদের কাজ দেয়া হয়। কয়েকদিন পর রাশেদুল ও রাজিব ভাটা মালিকের নিকট থেকে ৫০ হাজার টাকা নিয়ে চলে আসে। এরপর থেকে আল আমিন, মিলন ও রাকিবকে রশি দিয়ে বেঁধে রাখেন ভাটা মালিক। কয়েকদিন পর তারা ৩ জন কৌশলে পালিয়ে আসলে পথিমধ্যে ভাটা মালিকের লোকজন আল আমিনকে ধরে ফেলে। মিলন জানায়, তারা পাচারের শিকার হয়ে ভাটায় নির্যাতিত হয়েছে। আল আমিন তাদের হাতে বন্দি রয়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন