টাঙ্গাইলে পুলিশি বাধায় পূর্ব নির্ধারিত মিছিল ও সমাবেশ করতে পারেনি জেলা যুবদল। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি ও গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে গতকাল শুক্রবার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করলে পুলিশ তা পণ্ড করে দেয়।
বিভিন্ন ওয়ার্ড থেকে আসা যুবদল নেতাকর্মীরা শহরের ভিক্টোরিয়া রোডে দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে পূর্ণাঙ্গ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাধা দিয়ে মিছিল বন্ধ করে দেয়। পরে কার্যালয়ের সামনেই সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এতে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলীসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, খালেদা জিয়াসহ দলীয় সকল নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। বেগম জিয়াকে গ্রেপ্তার করা হলে সারা দেশ অচল করে দেওয়া হবে। আগামীতে সরকার বিরোধী আন্দোলন টাঙ্গাইল থেকেই শুরু করা হবে বলে হুশিয়ারি দেন নেতারা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন