শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

রাজনীতি

মার্চে ছাত্রলীগের সম্মেলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০১৮, ২:১১ পিএম

আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলন করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এ নির্দেশ দেন। ওবায়দুল কাদের বলেন, আমি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। নেত্রীর ইচ্ছা আগামী মার্চে স্বাধীনতার মাসে ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলন করুক। সম্মেলনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ছাত্রলীগই তাদের সম্মেলনের তারিখ ঘোষণা করবে। ছাত্রলীগের নির্বাহী কমিটি সভা ডেকে মার্চের যে কোন একদিন সম্মেলনের জন্য ঘোষণা করবে।
বেজার হওয়ার কিছু নাই। আওয়ামী লীগের তরুণ নেতৃত্ব দরকার। তাই তোমরা যদি এখন সম্মেলন না করো, পদ না ছাড়ো তাহলে আওয়ামী লীগে জুনিয়র হয়ে যাবে। আমাদের নতুন নেতৃত্ব দরকার। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন, ছাত্রলীগ আজ অনেক বড় সংগঠন হয়েছে। তবে পরিমাণগত দিক দিয়ে বৃদ্ধি পেয়েছে। কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে কোয়ালিটির দিকে লক্ষ্য রাখতে হবে। এসময় তিনি বলেন, নিজেরা নিজেদের শত্রু হওয়া বন্ধ করতে হবে। গুটি কয়েক লোকের জন্য সংগঠনের বদনাম হতে পারেনা। এটা মেনে নেয়া যায়না। যারা এই অপকর্ম করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও সাংগঠনিকসহ আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, দেশের ভেতরে সড়ক দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ মোটরসাইকেল। এক মোটরসাইকেলে ৩ জন আরোহী চড়ে হেলমেট ছাড়া। নেত্রীর পক্ষ থেকে জানিয়ে দিলাম আজ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা হেলমেট ছাড়া মোটরসাইকেলে চড়বেনা। এবং দুই জনের বেশি আরোহী হওয়া যাবেনা। এসময় ওবায়দুল কাদের বলেন, আজ থেকে ছাত্রলীগের নবতর নির্বাচনী অভিযান শুরু হল। বিএনপিকে পরাজিত করে তারুণ্যের এই নবতর অভিযান শেষ হবে। আরেকবার বিএনপি পরাজিত হবে।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন