শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

অভিযোগের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর পিওসহ তিনজনকে গ্রেপ্তার -স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ জানুয়ারি, ২০১৮, ৩:০১ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মোতালেব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মচারী নাসির উদ্দিন ও লেকহেড গ্রামার স্কুলের মালিক খালেদ হাসান মতিনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে স্পষ্ট করে বলতে পারেন নি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গোয়েন্দারা অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করে না। এ বিষয়ে তদন্ত চলছে। দুই-একদিনের মধ্যে বিস্তারিত জানানো হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে রাজধানী উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে গ্রেপ্তার তিনজনই নিখোঁজ বলে পরিবারের পক্ষ দাবি করা হয়। তারা সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিও করেন। পরে গতকাল ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন