শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

নিজ থানা কার্যালয়েই স্মার্টকার্ড পাবেন বিতরণকৃত এলাকার নাগরিকরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৮, ৭:২৭ পিএম

স্মার্টকার্ড বিতরণকৃত এলাকায় যেসব নাগরিক এখনও স্মার্টকার্ড হাতে পাননি তারা সংশ্লিষ্ট জেলা/উপজেলা/থানা নির্বাচন কার্যালয়ে যোগাযোগ করে কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন সংসদ কার্যে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।

সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোছা. সেলিনরা জাহান লিটার তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

একই প্রশ্নকর্তার অপর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জাতীয় পরিচয়পত্রের তথ্য-উপাত্ত সংশোধন একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সংশোধন আবেদন করা যায়। সংশোধনের বিভিন্ন পর্যায়ের জন্য ১০০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত চার্জ বা ফি জমা দিতে হয়। মন্ত্রী জানান, আবেদনের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে সংশোধন বিষয়ক সিদ্ধান্ত আবেদনকারীকে জানিয়ে দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ ইউসুফ আলী ৩ ফেব্রুয়ারি, ২০১৮, ৮:৪২ পিএম says : 0
জাতীয় পরিচয়পত্র কত তারিখে পাওয়া যাবে? জানা টা খুব জরুরি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন