শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নাট্যদল থেকে আজীবন সম্মাননা’য় ভূষিত হলেন অরুণা বিশ্বাস

| প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: অভিনেত্রী অরুণা বিশ্বাস অভিনয় জীবনের শুরুর নাট্যদল ‘বহুবচন’ থেকে আজীবন সম্মাননায় ভূষিত হলেন। ‘বহুবচন’র ৪৭ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি শিল্পকলা একাডেমিতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দলটির পক্ষ থেকে অরুণা বিশ্বাসের হাতে আজীবন সম্মাননা তুলে দেয়া হয়। অভিনয়ে অবদান রাখার জন্য বহুবচন তাকে সম্মাননায় ভূষিত করে। নিজের দল থেকে এমন সম্মাননা পেয়ে আনন্দিত ও আবেগাপ্লুত অরুণা। তিনি বলেন, ‘বহুবচন এবং কামাল উদ্দিন নীলু ভাইয়ের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কারণ নীলু ভাইয়ের সঙ্গে কাজ না করলে অভিনয়ের অনেক কিছুই হয়তো জানতাম না। আমার দল আমাকে যে সম্মাননা দিয়েছে তাতে দলটির প্রতি আমি অনেক কৃতজ্ঞ।’ অরুণা বিশ্বাস ১৯৮৪ সালে বহুবচনের সাথে যুক্ত হয়ে কামাল উদ্দিন নীলুর নির্দেশনায় ‘তিন পয়সার পালা’ নাটকে অভিনয় করেন। এরপর এই দলের হয়ে আরো একটি নাটকে অভিনয় করেন। তারপর টিভি নাটকে অরুণার যাত্রা শুরু হয়। প্রথম অভিনয় করেন নরেশ ভূঁইয়ার রচনা ও জিয়া আনসারীর প্রযোজনায় ‘এখানে জীবন’ নাটকে। তারপর আরো অনেক নাটকে অভিনয় করেন। নায়করাজ রাজ্জাকের নির্দেশনায় তিনি প্রথম ‘চাপা ডাঙ্গার বউ’ চলচ্চিত্রে অভিনয় করেন বাপ্পারাজের বিপরীতে। প্রথম চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন তিনি। সর্বশেষ শাহআলম মন্ডলের নির্দেশনায় ‘সাদা কালো প্রেম’ চলচ্চিত্রে অভিনয় করেন। বর্তমানে তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুলের কাগজের ফুল’, বি ইউ শুভ’র ‘লাইফ ইন এ কোন লাইফ মেট্রো’ এবং সাঈদ তারেকের ‘ম্যারেজ ডটকম’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। অরুণা বিশ্বাসের একমাত্র সন্তান শুদ্ধ। কানাডায় উচ্চশিক্ষা নিচ্ছেন তিনি। সারাজীবন মনের ভালো লাগার জন্য অভিনয় করে যেতে চান অরুণা-এমনটাই জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন