বিনোদন রিপোর্ট: চিত্রনায়ক শাকিব খানের পাঠানো তালাকনামার ওপর দ্বিতীয় শুনানিতে গতকাল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনে হাজির হননি শাকিব ও অপু বিশ্বাস। ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) প্রধান নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেন বলেন, সকাল দশটায় তাদের আসার জন্য সময় দেয়া হয়েছিল। তারা কেউ আসেননি। প্রথম শুনানিতে অপু বিশ্বাস এসেছিলেন, কিন্তু একজন এলে তো কোন লাভ নেই। দুজন এক সঙ্গে এলে আমরা সমঝোতার জন্য চেষ্টা করতাম। আগামী তারিখে বিষয়টি নি®পত্তি হবে জানিয়ে হেমায়েত হোসেন বলেন, আগামী মাসের ১০-১২ তারিখে আমাদের তৃতীয় ও শেষ শুনানি, যদি তারা কেউ না আসেন তা হলে মামলাটি খারিজ হয়ে যাবে। তখন আইনগত ভাবে শেষ হবে বিষয়টি। অপু বিশ্বাস বলেন, আমি আর এই বিষয়ে কথা বলতে চাইনা। গত তারিখে আমার কথা বলে এসেছি। এক কথা বারবার বলার কিছু নেই। আমার জীবনের একমাত্র পাওয়া আব্রাম, তাকে নিয়ে আমি নতুন জীবন শুরু করতে চাই। এদিকে শাকিব বর্তমানে অস্ট্রেলিয়ায় একটি সিনেমার শূটিং করছেন। সঙ্গে আছেন নায়িকা শবনম বুবলী। আগামীকাল তাদের দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে অপু বিশ্বাসকে তালাকের নোটিশ পাঠান শাকিব। তালাকের একটি কপি ঢাকা উত্তর সিটি করপোরেশনে পঠানো হয়। এ প্রেক্ষাপটে শুনানির দিন নির্ধারণ করা হয়। গত ২৪ ডিসেম্বর একটি চিঠির মাধ্যমে আজ সিটি করপোরেশনে হাজির হতে শাকিব ও অপু বিশ্বাসকে বলা হয়। গত ১৫ জানুয়ারী দুজনকে তলব করা হলে অপু বিশ্বাস গিয়ে কথা বলেন। শাকিব তখন থাইল্যান্ডে একটি সিনেমার গানের শূটিংয়ে ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন