শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জাপা নেতা আব্দুল কুদ্দুছ মানিক কুমিল্লা-৫ থেকে মনোনয়ন প্রত্যাশী

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) থেকে জাতীয় পার্টির থেকে মনোয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল কুদ্দুছ মানিক। মোহাম্মদ আব্দুল কুদ্দুছ মানিক বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের আ. রাজ্জাক সর্দারের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১ মার্চ ১৯৭০ খ্রি. জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৮৩ খ্রি. এসএসসি সমমান পরীক্ষা পাস করে পর্যায়ক্রমে শিক্ষায় স্নাতক ডিগ্রির পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিষয়ে স্নাতকোত্তর (এমএ) ডিগ্রি অর্জন করে সাবেক প্রেসিডেন্ট এরশাদ ও জাতীয় পার্টির লক্ষ্য ও উদ্দেশ্যকে ভালোবেসে ওই পার্টিতে যোগদান করেন। জীবন পরিক্রমায় জাতীয় পার্টির শুরু থেকে তিনি ওই পার্টিতে সম্পৃক্ত ছিলেন বিধায় দেশ ও দেশের মানুষের উন্নয়নের জাতীয় পার্টির ভ‚মিকা, অতীত ইতিহাস ও ঐতিহ্য তার মনে ব্যাপক দাগ কেটে আছে। এরশাদের বিখ্যাত উক্তি ‘আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, নাঙ্গলের ফলা থেকে উঠে আসা অতি আন্তরিক আমার ভালোবাসা’ ওই সমস্ত কথা গ্রামবাংলার লোকজনের কাছে অত্যন্ত প্রিয় উক্তির পাশাপাশি আব্দুল কুদ্দুছ মানিকের মনে ও ব্যাপক স্থান করে নিয়েছে। একান্ত সাক্ষাতকারে জাতীয় পার্টি সম্বন্ধে জানতে চাইলে তিনি জানান, জাতীয় পার্টির অতীত ঐতিহ্য ফিরিয়ে দেয়াই আমার এবং আমার জাতীয় পার্টির সব নেতাকর্মীর একমাত্র লক্ষ্য। অত্র সংসদীয় আসন থেকে মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হলে শিক্ষার সার্বিক উন্নয়ন, এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে আধুনিক প্রযুক্তিনির্ভর অবকাঠামো নির্মাণে যা যা দরকার তার সবই ইনশাআল্লাহ তিনি করবেন বলে জানান। বর্তমানে তিনি ঢাকার একটি কনসাল্টিং ফার্মে যুক্ত রয়েছেন। এলাকার অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থাকার পাশাপাশি জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালনসহ কুমিল্লা (দ.) জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন