সিরিয়ার দামেস্ক শহরের কাছে বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব ঘোতা এলাকায় দেশটির সরকারি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ৭৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে ২০ শিশু রয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় সোমবার ওই হামলা চালানো হয়।
সিরিয়ার মানবাধিকার সংস্থার বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, সোমবার ঘোতা একালায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় সেনাবাহিনী। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। আকাশ থেকে হামলার পর এবার সেনাবাহিনীর পক্ষ থেকে স্থলপথে হামলা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকায় বিভিন্ন সময়ে চালানো হামলার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ এলাকাটিতে বোমা হামলা চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
পূর্ব ঘোতা এলাকায় প্রায় চার লাখ মানুষ বসবাস করে। ২০১৩ সাল থেকেই তারা এক প্রকার অবরুদ্ধ হয়ে রয়েছে। দামেস্কের কাছে এটিই একমাত্র বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা। তাই সেখানের দখল বজায় রাখতে মরিয়া বিদ্রোহীরা। এদিকে ঘোতা পুনরুদ্ধারের জন্য একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকারি বাহিনী।
দুই পক্ষের সহিংসতায় নিহত হয়েছে এলাকাটির অনেক বাসিন্দা। এমনকি ঘোতায় খাবার ও প্রয়োজনীয় সেবা সরবরাহ এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এতে অসহায় দিন কাটছে সেখানের সাধারণ মানুষের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন