শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

১ জনের মৃত্যুদন্ড ২ জনের যাবজ্জীবন

চাঁদপুরে পল্লী চিকিৎসক হত্যা রায়

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দেবকরা করা গ্রামের পল্লী চিকিৎসক আবুল বাসারকে (বাসু ডাক্তার) হত্যার অপরাধে মো. মনির হোসেন (২৫) কে মৃত্যুদন্ড, মো. আব্দুল আজিজ (২৩) ও মো. আমির হোসেনকে (২৭) যাবজ্জীবন কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ এ রায় দেন।
মৃতুদন্ড প্রাপ্ত মনির হোসেন উপজেলার পদুয়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে এবং যাবজ্জীবন কারাদÐ প্রাপ্ত মো. আব্দুল আজিজ উপজেলার দেবকরা গ্রামের ছিদ্দিকুর রহমানের এবং মো. আমির হোসেন একই গ্রামের আবুল বাশারের ছেলে। হত্যার শিকার পল্লী চিকিৎসক আবুল বাসার (বাসু ডাক্তার) দেবকরা গ্রামের পল্লী চিকিৎসক ছিলেন। ২০১১ সালের ৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে দেবকরা নিজ বাড়ির কাছে ঘর নির্মাণের জন্য টাকা নিয়ে বাড়িতে ফেরার পথে ওঁৎপেতে থাকা উল্লিখিত আসামিরা মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় তার সঙ্গে থাকা এক লাখ ৩০ হাজার টাকা ছিনতাই করে। তার চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরবর্তীতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আবুল বাসার ১১ জানুয়ারি রাত ১২টার দিকে মৃত্যুবরণ করেন। হাসপাতালে নেয়ার পথে আবুল বাসার আসামি মনির হোসেনসহ আরো দুই-তিনজনের নাম বলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন