শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির বনভোজন অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আশিক বন্ধু: সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র সহকারী পরিচালক সমিতির (সিডাব) বনভোজন অনুষ্ঠিত হয়েছে সাভারের তুরাগ রিক্রিয়েশন ওয়ার্ল্ডে। বনভোজন চলচ্চিত্র পরিচালকসহ শিল্পীদের অংশগ্রহণে আনন্দমুখর হয়ে উঠে। উপস্থিত হন অঞ্জনা, শাবনূর, শাহনূর, মুশফিকুর রহমান গুলজার, ডিপজল, মিশা সওদাগর, মাসুম বাবুল, ছটকু আহমেদ, শাহ আলম কিরণ, জায়েদ খান, বিপ্লব শরীফ, অধরা খান, নিঝুম রুবিনা, সাদিয়া আফরিন, খলনায়ক জাহিদসহ অনেকে। সিডাব এর সভাপতি এস আই ফারুক বলেন, ‘আমাদের পরিককল্পনা সফল হয়েছে। সবাই বেশ উপভোগ করেছি। পরিচালক, শিল্পীসহ সবাই বনভোজনে এসে দারুণ সময় কাটিয়েছেন। সারাদিন আড্ডা, গল্প, গানে আনন্দ করেছেন। প্রত্যেকের ভালবাসা ও সহযোগিতার কারনে আমাদের আয়োজন সার্থক হয়েছে। আশা করছি, আগামীতেও ধারাবাকিকতা বজায় রাখবো’। বনভোজনের আহবায়ক সর্দার মামুন বলেন, ‘আমাদের আয়োজন জমজমাট হয়েছে। এতে সবার সহযোগিতা পেয়েছি। সবার ভালবাসায় ধন্য আমরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন