কুমি ও কাতা দুই ইভেন্টে প্রায় আড়ই’শ ছেলে ও মেয়ে কারাতেকাদের নিয়ে শুরু হয়েছে স্বাধীনতা দিবস কারাতে প্রতিযোগিতা। গতকাল সকালে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে দু’দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এ সময় ফেডারেশনের সভাপতি ও র্যাবের সাবেক মহাপরিচালক মো. মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিনে মেয়ে শিশুদের একক কাতায় রাজশাহী কারাতে একাডেমির জয়ন্তী বিশ্বাস, ছেলেদের শিশু বিভাগে বিএসকেইউর নাইমুল ইসলাম নিয়াজী, ক্যাডেট শ্রেনী বালক বিভাগে মাইনাস ৩৫ কেজি কুমিতে বাংলাদেশ কারাতে দোর আশহাব হোসেন ও জুনিয়র পুরুষ (১৭-১৮ বছর) একক কাতায় রাজশাহী কারাতে একাডেমির প্রশান্ত বিশ্বাস স্বর্ণপদক জেতেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন