শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আদমদীঘিতে ছাত্রীদের প্রকাশ্যে উত্ত্যক্ত : উদ্বিগ্ন অভিভাবকরা

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি ও সান্তাহার পৌর শহরের বিভিন্ন স্থানে বখাটেদের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। স্কুল কলেজগামী ছাত্রীদের একশ্রেণির বখাটে কিশোর ও যুবকরা বিদ্যালয়ের আশেপাশে ও রাস্তার পাশে দাঁড়িয়ে ও মোটরসাইকেল যোগে বিভিন্ন অঙ্গভঙ্গিতে অশ্লীল ভাষায় কথা বলা ভয়ভীতি দেখিয়ে প্রেম প্রস্তাব, প্রকাশ্যে  ছাত্রীদের হাত ও ওড়না ধরে টানাহেঁচড়া করাসহ নানা ভাবে উত্ত্যক্ত ও ইভটিজিং করায় এলাকার অনেক ছাত্রীরা বিদ্যালয়ে যেতে ভয় পাচ্ছে। এসব ঘটনায় মেয়েদের নিয়ে পিতা-মাতাসহ পরিবারের লোকজন তাদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছে।
জানা যায়, আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার পৌর শহর, ছাতিয়ানগ্রাম, নসরতপুর, চাঁপাপুর, কুন্দগ্রামসহ বিভিন্ন এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া-আসার সময় একশ্রেণির বখাটে কিশোর ও যুবক রাস্তায়া দাঁড়িয়ে কেউবা একটি মোটরসাইকেলে তিন আরোহী যোগে কিংবা ওঁৎপেতে থেকে ছাত্রীদের নানা অঙ্গভঙ্গিতে অশ্লীল ভাষায় কথা বলা ইভটিজিং, প্রেমের প্রস্তাবসহ নানা ভয়ভীতি দেখিয়ে আসছে। বখাটেদের ভয়ে অনেক ছাত্রী ও তাদের অভিভাবকরা ওইসব বখাটে যুবকদের ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। পুলিশ মাঝেমধ্যে বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও তাদের দৌরাত্ম্য  থামছে না। ফলে ইভটিজার ও বখাটেদের উপদ্রব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার দুপুর দেড় টায় আদমদীঘি কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা শেষে তিন-চারজন ছাত্রী একটি অটো ভ্যান চার্জার যোগে বাড়ি ফিরছিল। তারা মহাসড়কের শিবপুর গ্রামের অদুরে ব্রিজের নিকট পৌঁছামাত্র চার্জারের গতিরোধ করে ওই গ্রামের অমি, মাফুজ ও অন্তরসহ বেশ কয়েকজন বখাটে যুবক ছাত্রীদের প্রকাশ্যে টানাহেঁচরা করে অশ্লীল কথা বার্তা বলার মতো  ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে মেয়েদের অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ওসি ওয়াহেদুজ্জামান জানান, বখাটেদের বিরুদ্ধে পুলিশ ব্যাপক তৎপর রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন