ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লস্কর-ই তাইয়্যেবার এক সদস্য নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত পুঞ্চ ও রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন স্থানে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ হয়। ভারতীয় কর্মকর্তাদের দাবি, সকাল পৌনে ৯টায় পাকিস্তানের দিক থেকে গুলিবর্ষণ শুরু হলে পাল্টা গুলিবর্ষণের মাধ্যমে জবাব দিয়েছে ভারতীয় বাহিনী। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেন, নিয়ন্ত্রণরেখা বরাবর ভিম্বার গলি সেক্টরে পাকবাহিনী বিনা প্ররোচনায় ছোট ও স্বয়ংক্রিয় অস্ত্রের সাহায্যে গুলিবর্ষণসহ মর্টার হামলা চালায়। পাক বাহিনী মাঞ্জাকোট, নিয়াকা পাঞ্জগ্রিয়ান, লাম্বিবাড়ি ও বালাকোট এলাকাতেও মর্টার নিক্ষেপ করেছে। এনডিটিভি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন