বিনোদন ডেস্ক: আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর ইত্যাদি’র গাজীপুরে ধারণকৃত পর্বটি পুনঃ প্রচার করা হবে। এই পর্বটি ২০১৫ সালের ১৮ এপ্রিল গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত আনসার একাডেমীতে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। বিষয় বৈচিত্রে ভরপুর ‘ইত্যাদি’র এই পর্বে ছিল বেশ কয়েকটি হৃদয়ছোঁয়া প্রতিবেদন। দুই অভিন্ন হৃদয় বন্ধুর বন্ধুত্বের সুবর্ণ জয়ন্তী পালনের উৎসবে আমন্ত্রিত হয়ে গিয়েছিলো ইত্যাদির টিম। এই দুই বন্ধুর উপর ছিল একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। রয়েছে উপমহাদেশের প্রথম চর্যাপদ মুখস্থকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র জাকেরুল ইসলাম কায়েসের উপর একটি শিক্ষামূলক প্রতিবেদন। রয়েছে আনসার-ভিডিপি’র উপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এছাড়াও ছিল ছবির মত সুন্দর শৈলান গ্রামের উপর একটি প্রশংসনীয় এবং অনুকরণীয় প্রতিবেদন। পর্বটিতে গান গেয়েছেন গাজীপুরেরই খ্যাতিমান শিল্পী মিনা বড়–য়া। এছাড়াও ছিল আনসার বাহিনীর সুসজ্জিত ব্যান্ড দলের দেড় শতাধিক যন্ত্রশিল্পীর পরিবেশনায় যন্ত্রসঙ্গীত। দর্শক বাছাই করা হয়েছে গাজীপুর ও আনসার-ভিডিপিকে নিয়ে করা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে। নির্বাচিত দর্শকদের দিয়ে করা হয় ২য় পর্ব। ২য় পর্বে বিজয়ী নির্ধারণের জন্য গাজীপুরের কৃতি সন্তান আহমেদ রুবেলের মাধ্যমে একটি পথকবিতা পরিবেশন করা হয়। রয়েছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রæপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে-এ। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন