বিশেষ সংবাদদাতা : পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় নিজের শরীরে আগুন দিয়ে এক মাদকসেবি আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নাম মো. মাঈনুদ্দিন (৫০)। গতকাল শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রেখেছে। নিহত মাঈনুদ্দিনের ছোট ভাই মো. সোহেল দৈনিক ইনকিলাবকে জানান, গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে স্টোভের চুলা থেকে কেরোসিন নিয়ে নিজের শরীরে ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয় মাঈন। পরে পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়। মাঈনুদ্দিনের শরীরের শতভাগই পুড়ে গিয়েছিল।
তিনি বলেন, মাঈনুদ্দিন একটি ওয়েলডিংয়ের দোকানে কাজ করতেন। তিনি মাদকাসক্ত ছিলেন। তার একমাত্র ছেলে ইমন বংশালের একটি সাইকেল তৈরির যন্ত্রাংশ বিক্রির দোকানে চাকরি করে। গত সপ্তাহের মাঈনুদ্দিনের সঙ্গে তার স্ত্রী সীমা বেগমের ঝগড়া হয়। পরে তিনি ঘরের সকল আসবাবপত্র ভেঙে ফেলেন। এ ঘটনায় তার স্ত্রী বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে মাঈনুদ্দিন ঘর থেকে বেরিয়ে অন্যত্র চলে যায়। গত দুইদিন ধরে আবারও ঘরে থাকেন তিনি। মাঈনুদ্দিন পুরান ঢাকার বংশাল থানার নাজিরাবাজারের বাংলাদুয়ারের ৩৫ নম্বর বাড়ির মনু মিয়ার ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন