সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন মাদকসেবীদের সমাজচ্যুত করার আহ্বান জানিয়ে বলেছেন, মানুষকে সর্বনাশের পথে ঠেলে দেয় মাদক। মাদক শুধু একজন মানুষকে নয়, একটা পরিবার, সমাজকে ধ্বংসের দিকেও ঠেলে দেয়। গতকাল (সোমবার) চসিকের উদ্যোগে নগরীর পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সন্ত্রাস জঙ্গিবাদ, মাদক বিরোধী সভা ও জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মেয়র বলেন, জঙ্গিবাদ নতুনভাবে আবির্ভূত হয়েছে। এটা বিশ্বব্যাপী একটি সমস্যা। ইসলাম ধর্মে জঙ্গিবাদের স্থান নেই। খুন খারাবি করে কেউ বেহেশতে যেতে পারবে না। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল বালির সভাপতিত্বে মতবিনিময় সভায় চসিক আইন শৃঙ্খলা স্ট্যান্ডিং কমিটির সভাপতি এইচএম সোহেল, কাউন্সিল হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবী, ম্যাজিস্টেট আফিয়া আকতার, রাজনীতিক এমএ সুবর, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন প্রমুখ বক্তব্য রাখেন। সিটি মেয়র মাদককে একটি ঘৃণিত অপরাধ উল্লেখ করে বলেন, মাদকসেবীদের বুঝিয়ে বললে তারা অনুশোচনা করবে এবং সঠিক পথে ফিরে আসবে। এ পথ ছেড়ে যারা সুপথে আসতে চায়, তাদের নিরাময়ের জন্য প্রয়োজনে সিটি কর্পোরেশন সর্বাত্মক সহয়োগিতা করবে। মেয়র বলেন, আমাদের সন্তানদের জীবন অনেক মূল্যমান। তারা নিজেদের ধ্বংসের পথে ঠেলে দেবে এটা কখনো মেনে নেয়া যায় না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন