শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বুড়িচংয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবী ৫ যুবককে সাজা ও জরিমানা

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুন, ২০১৮, ৭:৩৬ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার ইমরুল হাসান ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া আফরিন এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ৫ মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে আটক করে ভ্রাম্যমান আদালতের বিচারে তাদেরকে ভিন্ন ভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা আদায় করা হয়েছে। বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত ব্যক্তি ও জরিমানা প্রদানকারীরা হলো- কুমিল্লার কোতয়ালী থানার বিবির বাজার এলাকার মো. মাসুম মিয়ার ছেলে মো. সাগর (১৮) এর কাছ থেকে ৫ পিস ইয়াবা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করে। উপজেলার হরিপুর গ্রামের মো. সিপন (২৩) কে মাদক সেবনের দায়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ব্র্াহ্মণবাড়িয়া জেলার নাসির নগর থানার মো. সাগর মিয়ার ছেলে মো. দ্বীন ইসলাম (৩০) কে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার কোবাগর (রাজাপুর) গ্রামের মৃত: আবুল কাশেমের ছেলে মো. রেদোয়ান হোসেন ওরফে কামাল (২৫) কে গাঁজা সেবন ও সঙ্গে দুই পুরিয়া গাঁজা পাওয়ার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদ- ও ইয়াবা সেবনের দায়ে শংকুচাইল গ্রামের মো. জয়নাল হোসেনের ছেলে মো. পাভেলকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন এসআই ইয়াসিন, এএসআই শাহাদাৎ, এএসআই নজরুল ইসলাম সহ অন্যান্য সঙ্গীয় ফোর্সরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন