রাজধানীতে ট্রাকের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে মিরপুর টেকনিক্যালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল মজিদ (৩৫) ট্রাফিকের কনস্টেবল ছিলেন। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক পশ্চিম বিভাগের আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, দায়িত্ব পালনকালে কনস্টেবল আব্দুল মজিদকে ধাক্কা দেয় ট্রাকটি। এতে গুরুতর আহত হন মজিদ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন