স্টাফ রিপোর্টার : রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ের পাশের একটি খালে পড়ে জিসান নামের পাঁচ বছর বয়সী একটি শিশু নিখোঁজ হয়েছে। গতকাল শুক্রবার মাগরিবের নামাজের পর শিশুটি খালটিতে পড়ে যায় বলে জানিয়েছে পুলিশ। আদাবর থানার এসআই আবু জাফর জানান, সন্ধ্যার দিকে ছেলেটিকে খুঁজে না পেয়ে তার স্বজনরা থানায় ও ফায়ার সার্ভিসে জানায়। তারপর থেকে এখানে সবাই এসে তাকে উদ্ধার চেষ্টা চালাচ্ছেন।
তিনি আরো জানান, নিখোঁজ জিসানের বাবার নাম আবুল হাসান। সন্ধ্যার পর তাকে খুঁজে না পেয়ে প্রথমে ‘৯৯৯’-এ জানান তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন