শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চাঁদপুরের বিপ্লব

শপথ অনুষ্ঠানে ছিলেন কচুয়া থেকে যাওয়ায় দুই কাকা

বি এম হান্নান, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি চাঁদপুরের কচুয়ার বিপ্লব দেব।ঐ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দুই কাকা কচুয়া উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব ও মধুসূদন দেব।
বাংলাদেশ থেকে যাওয়া দুই কাকার উপস্থিতিতে মুখ্যমন্ত্রী বিপ্লব দেব পিতার অবর্তমানে আবেগ আপ্লুত হন। দুই কাকা তাকে আর্শিবাদ করেন। এ সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন। বিপ্লব কুমার দেবের বাড়ি চাঁদপুরের কচুয়ায় উপজেলার মেঘদাইর গ্রামে। হারাধন দেব ও মিনা রানী দেবের একমাত্র ছেলে বিপ্লব। ১৯৭১-এ মুক্তিযুদ্ধের সময় জীবন রক্ষায় তার বাবা-মা ত্রিপুরা চলে যান। কয়েক মাস পরই বিপ্লব কুমার দেব জন্মগ্রহণ করেন। পরবর্তীতে তারা সেখানেই স্থায়ী বাসিন্দা হন। বিপ্লবের অনেক আত্মীয়স্বজন কচুয়ায় বসবাস করছেন। এদিকে শপথ গ্রহনের খবরে বিপ্লব কুমার দেবের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ায় উপজেলার মেঘদাইর গ্রামের মানুষ আনন্দ-ল্লাসে মেতে ওঠেন। একে অপরকে মিষ্টি করিয়ে আনন্দ ভাগাভাগি করেন। আনন্দ ছড়িয়ে পড়ে গোটা জেলায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
অমিত কুমার ১০ মার্চ, ২০১৮, ৫:৩৪ এএম says : 0
বিপ্লব কুমার দেবকে অভিনন্দন জানাচ্ছি
Total Reply(0)
Dhali Mohsin ১০ মার্চ, ২০১৮, ১২:৩৩ পিএম says : 0
Congratulations
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন