ফরিদপুর জেলা সংবাদদাতা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা বিএনপির উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার শহরের মসজিদ বাড়ী সড়কে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম শাহজাদা মিয়ার নেতৃত্বে অবস্থান ধর্মঘট ও সমাবেশ অনুষ্ঠিত হয়। । বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। অবস্থান ধর্মঘটের পূর্বে জেলা বিএনপির নেতাকর্মীরা সুপার মার্কেটের সামনে অবস্থান ধর্মঘটের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ বাঁধা প্রদান করে অবস্থান ধর্মঘটটি পন্ড করে দেয়। পরবর্তীতে অবস্থান ধর্মঘটটি মসজিদ বাড়ি সড়কে ঝিলটুলীতে অনুষ্ঠিত হয়। পুলিশের বাঁধাদানের তীব্র নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নেতা মাহবুবুল ইসলাম পিংকু, জিয়া পরিষদের ফরিদপুরের সভাপতি এ্যাডভোকেট আব্দুল হান্নান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন