শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সিইটিপি নির্মাণে চীনা ঠিকাদারকে আল্টিমেটাম

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সাত বার সময় বাড়ানোর পরও চামড়া শিল্পনগরীতে এক হাজার ৭৯ কোটি টাকা ব্যয়ে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণকাজ শেষ করতে না পারায় চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানকে হুঁশিয়ারি দিয়েছে শিল্প মন্ত্রণালয়। আগামী ২৮ জুলাইয়ের মধ্যে জিয়াংসু লিংজাই এনভায়রনমেন্টাল প্রোটেকশন কোম্পানি লিমিটেড ও ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন লিমিটেডকে কাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সাভার চামড়া শিল্পনগরী প্রকল্পের ওপর গত ১৮ জানুয়ারি এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পরামর্শকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে সভায় সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী পাঁচ মাসের মধ্যে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণের কাজ শেষ করতে হবে। এ সময় চীনা ঠিকাদারকে কঠোরভাবে নজরদারি ও নিয়ন্ত্রণ করতে হবে। চীনা ঠিকাদারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখতে প্রয়োজনে বাংলাদেশে চীনা দূতাবাস কিংবা চীনা সরকারের হস্তক্ষেপ চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
সাভার চামড়াশিল্প প্রকল্পের পরিচালক (উপসচিব) জিয়াউল হক জানান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার নির্মাণে ঠিকাদার আরও সময় চেয়েছে। আদালতের নির্দেশে একটি প্রতিবেদনও দাখিল করেছে তারা। সেখানে তারা সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। বাস্তবতা চিন্তা করে তাদেরকে জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বৈঠকে অংশ নেওয়া ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা জানিয়েছেন, চীনা ঠিকাদার যদি ২৮ জুলাইয়ের মধ্যে সিইটিপি চালু করতে ব্যর্থ হয়, তাহলে সাভারে যাওয়া চামড়া শিল্পমালিকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন