শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

মতিঝিলের রাস্তায় বিনিয়োগকারীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ৩:৩২ পিএম

পুঁজিবাজারে চলমান দরপতনের প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।
মঙ্গলবার (১৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা।
মানববন্ধন কর্মসূচিতে বিনিয়োগকারীরা বলেন, বাজারের চলমান তারল্য সংকট দূর করতে বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক পুঁজিবাজারে যেনো অযাচিত হস্তক্ষেপ না করে সে বিষয়ে আহ্বান জানানো হয়।
এছাড়া ২০১০ সালসহ তার আগে পুঁজিবাজারে কারসাজি ও লুটেরাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।
একই দাবিতে সোমবার দুপুর দেড়টার দিকে ২০-২৫ জন বিনিয়োগকারী ডিএসইর সামনের রাস্তায় বিক্ষোভ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন