শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পাবনায় দুই স্কুল ছাত্রীকে মুখ বেঁধে ধর্ষণ, কথিত দুই ধর্ষক আটক

পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৮, ৫:০৭ পিএম

পাবনার ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই স্কুল ছাত্রীকে অপহরণ করে রাতভর ধর্ষণ করে ধর্ষকরা। রোববার বিকালে দুই স্কুল ছাত্রী বাড়ী ফেরার সময় ব্যাটারি চালিত অটো বাইকে ধর্ষকরা মুখ বেঁধে তাদের অপহরণ করে একটি বাড়িতে রেখে রাতভর ধর্ষণ করে। এই অমানবিক ঘটনায় পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ৭ ঘণ্টা অভিযান চালিয়ে ধর্ষকদের এক আত্মীয় বাড়ি থেকে দুই স্কুল ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং রমজান (২৪) ও রনি নামে ‘কথিত’ দুই ধর্ষককে গ্রেফতার করে। ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন এবং এএসপি ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, মামলা রুজুর পর পুলিশের একাধিক টিম গঠনে করে অপহৃত দুই স্কুল ছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশ অভিযান শুরু করে। সোমবার দিবাগত রাতে রমজানের পরিত্যক্ত একটি ঘরে ওই দুই স্কুল ছাত্রীর মুখ বেঁধে ধর্ষণ করে ধর্ষকরা।
জিজ্ঞাসাবাদের জন্য রমজান ও রনিকে আটক করা হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন