বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

মহানবীর সা. ধারাবাহিক জীবনী

| প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইমাম বোখারী নাফে-এর মাধ্যমে আব্দুল্লাহ ইবনে ওমর রা. একটি বর্ণনা উল্লেখ করেছেন। তিনি বলেন, মুতার যুদ্ধের দিনে হযরত জাফর শহীদ হওয়ার পর আমি তার দেহে আধাতের চিহ্নগুলো গুণে দেখেছি। তাঁর দেহে তীর ও তলোয়ারের পঞ্চাশটি আঘাত ছিলো। এ বস আঘাতের একটিও পেছনের দিকে ছিলো না। অপর এক বর্ণনায় রয়েছে যে, আব্দুল্লাহ ইবনে ওমর রা. বলেন, আমি মুতার যুদ্ধে মুসলমানদের সঙ্গে ছিলাম। জাফর ইবনে আবু তালেবকে সন্ধান করে নিহতদের মধ্যে পেয়ে যাই। তাঁর দেহে বর্শ ও তীরের ৯০টিরও বেশী আঘাত দেখেছি। নাফে থেকে বর্ণিত রয়েছে যে, ইবনে ওররের বর্ণনায় এও আছে যে, আমি এসকল জখল লক্ষ্য করেছি তাঁর সম্মুখভাগে।
আর রাহীতুল মাখতুম, মূল : আল্লামা সফিউর রহমান মোবারকপুরী, অনুবাদ: খাদিজা আখতার রেজায়ী

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন