জয়পুরহাট জেলা সংবাদদাতা:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলন কে পুলিশি রিমান্ডে পৈশাচিক নির্যাতনে কারাগারে মৃত্যুর প্রতিবাদে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধাঁ।
গতকাল রোববার বেলা ১১টায় শহরের ষ্টেশন রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে হতে বিএনপি , ছাত্রদল ও অংগসংগঠনের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান সড়কে বের হওয়ার সময় পুলিশ বিক্ষোভ মিছিলে বাধাঁ দেয়। পরে নেতা-কর্মীরা পুলিশের বাধাঁর মুখে বের হতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহ সভাপতি মমতাজ উদ্দীন মন্ডল, লিয়াকত আলী, কৃষক দলের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, জেলা বিএনপির সাবেক তোজাম্মেল হক, জেলা ছাত্রদলের ছাত্রদলের সাধারণ সম্পাদক সেকেন্দার চৌধুরী, ছাত্রদলের সাবেক জিএস আব্দুল ওয়াহাব মন্ডল প্রমূখ। বিক্ষোপের আগে তারা কালো ব্যাচ ধারণ কর্মসূচী পালন করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন