শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সম্পাদকীয়

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইসলামে জঙ্গিবাদ নেই
ইসলাম শান্তির ধর্ম। ইসলামের কোন জায়গায় জঙ্গিবাদকে সমর্থন করা হয়নি। কিছু স্বার্থন্বেষী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য জঙ্গিবাদ উত্থানের পায়তারা করছে। বাংলাদেশের জনগণ ধর্মপ্রাণ। ইসলাম ধর্ম পৃথিবীর সকল মানুষের জীবন ধারণের অধিকার দিয়েছে।ইসলামে জঙ্গিবাদ, সন্ত্রাস, মানুষ হত্যা সম্পূর্ণ হারাম। যারা জঙ্গিবাদকে জিহাদের সাথে তুলনা করে ভুল ব্যাখ্যা দিয়ে ইসলামের কথা বলে আত্মহত্যা করছে তাদের স্থান জাহান্নামে।নবীজী কখনই গোপনে জিহাদ করেননি। তিনি দাওয়াতি কাজ গোপনেও করেছেন। কিন্তু জিহাদ করেছেন প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে। কখনো কারও ওপর গোপনে আক্রমণ করেননি। যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তাদেরও আগে দাওয়াত দিয়েছেন। আক্রমণের মাঝখানেও কেউ আত্মসমর্পণ করলে তাকে পূর্ণ নিরাপত্তা দিয়েছেন।(আল কুরআন)
অতএব ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নেই। তাই বাংলাদেশে যাতে জঙ্গি না থাকে, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি নজরদারী করতে হবে।যারা জঙ্গিবাদের সাথে জড়িত থাকবে,তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দূত আইনে বিচার করতে হবে।সেটি করা হলে,ক্রমে ক্রমেই জঙ্গি আর থাকবে না। আর জনগণকে সচেতনতার মাধ্যমে জঙ্গিবাদকে মোকাবেলা করতে হবে।
মাহফুজুর রহমান খান
চিনিতোলা, মেলান্দহ, জামালপুর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন