শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

চুনারুঘাটে খুনের বিচার দাবিতে ২১ মার্চ ধর্মঘটের ডাক

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

চুনারুঘাট (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা :
হবিগঞ্জের চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জমা’আতের উপজেলা সভাপতি শহীদ আলহাজ আবুল হোসেন আকল মিয়ার খুনিদের বিচারের দাবিতে সর্বদলীয় সংগ্রাম পরিষদের উদ্যোগে চুনারুঘাট পৌর শহরের নিরঞ্জন প্লাজার দ্বিতীয় তলায় রবিবার রাতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সংগ্রাম কমিটির আহবায়ক আলহাজ আব্দুস সালাম তালুকদারের সভাপতিত্বে ও ব্যবসায়ী সাজিদুল ইসলাম সাজিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আব্দুল কাদির লস্কর, পৌরমেয়র নাজিম উদ্দিন সামছু, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক কাউছারুল গণি, বিশিষ্ট মুরব্বি আলহাজ ছুরুক আলী মীর, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জমা’আতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, আলহাজ মাওলানা আব্দুল কাদির, আলহাজ মাওলানা মোহাম্মদ আলী, ব্যকস সাধারণ সম্পাদক আলহাজ সিদ্দিকুর রহমান মাসুদ, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইমান আলী, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজল দাস, মাওলানা শেখ মোশাহিদ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ শামছুল হক তালুকদার, আব্দুল মালেক মেম্বার, ব্যবসায়ী নূরুল ইসলাম তোতা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন লিটন, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ আব্দুল কাদির সরকার, ইমা গাড়ির মালিক সমিতি সভাপতি আব্দুল জলিল, কাউন্সিলর মরতুজ সর্দার, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার জেলা সহ-সভাপতি মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আবু নাঈম হালিম, প্রমুখ। পরামর্শ সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২০ মার্চ হবিগঞ্জ জেলা প্রশাসক ও হবিগঞ্জের পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান ও ২১ মার্চ সারা উপজেলায় একদিনের হরতাল কর্মসূচি পালনের ঘোষণা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন