স্পোর্টস রিপোর্টার : সবকিছু ঠিক থাকলে আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ বক্সিং ফেডারেশনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে রোববার মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে জানায়, গত দু’দিনে ২৪টি পদের বিপরীতে ৭২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বর্তমান সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খানের পক্ষ কিনেছে ৩১টি। বিপরীত পক্ষ ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন গ্রæপ কিনেছে ৩২টি মনোনয়নপত্র। অন্যদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ কিনেছে ৯টি। আগামীকাল মনোনয়ন দাখিল, পরদিন বাছাই এবং ২৭ মার্চ মনোনয়ন প্রত্যাহারের দিন। পরদিন প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন