ইনকিলাব ডেস্ক : সউদী বিমানবন্দরে চাকরি হারাচ্ছেন বিভিন্ন দেশের প্রবাসী শত শত কর্মী। জেদ্দার বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত রয়েছেন বহু প্রবাসী। সেখানে এখন থেকে প্রবাসীদের চাকরিচ্যুত করে সউদী নাগরিকদের নিয়োগ দেয়া হবে। সউদী আরবের তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং দেশটির কর্মক্ষেত্র সউদীকরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে জেদ্দা বিমানবন্দরের মুখপাত্র তুর্কি আল তৈয়িব। জেদ্দা বিমানবন্দরের মহাব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল-রাইমি সব এয়ারলাইসন প্রতিষ্ঠানকে এ নির্দেশ দেন। সউদী গেজেট।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন