বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রিপাবলিকানদের হুঁশিয়ারি ট্রাম্পকে

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুলারের নেতৃত্বাধীন বিশেষ তদন্ত দলের কাজে নাক না গলাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন রিপাবলিকান নেতারা। এর আগে মুলারের কমিটির সমালোচনা করে টুইট করেন ট্রাম্প। টুইটে ট্রাম্প লেখেন, “মুলারের দলে ১৩ কট্টর ডেমক্র্যাট কেন? এদের কয়েকজন হিলারির পাঁড় সমর্থক আর রিপাবলিকানদের পক্ষে কেউ নেই? সমপ্রতি আরেক ডেমক্র্যাটকে নেওয়া হয়েছে. কারো কি মনে হচ্ছে এটি ন্যায্য? এখন পর্যন্ত আঁতাতের কোনো প্রমাণ যখননেই!” সাবেক এফবিআই প্রধান মুলার নিজে একজন রিপাবলিকান। ট্রাম্পের টুইটের পর রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, “কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই মুলারকে তার কাজ করতে দেওয়া উচিত। অনেক রিপাবলিকানের কাছে তার মতের গুরুত্ব আছে।” মতের সামান্য অমিলেই নিজের প্রশাসনের কর্মকর্তাদের একের পর এক বরখাস্ত করছেন ট্রাম্প। সিএনএন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন