রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মহানগর

ইউনাইটেড হাসপাতালকে ২০ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৮, ৯:২৩ পিএম

মেয়াদোত্তীর্ণ শনাক্তকরণ রাসায়নিক পদার্থ ব্যবহার, অননুমোদিত এজেন্ট থেকে ওষুধ ক্রয় ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ এনে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদেরকে ১৫ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উপকরণ পরিবর্তন ও না সরালে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আইএসও) কর্তৃক প্রদত্ত সনদ বাতিলের সুপারিশ করার কথাও বলেছে আদালত।

বুধবার (২১ মার্চ) দুপুর থেকে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমেরর নেতৃত্বে এই অভিযানটি পরিচালিত হয়।

বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের অভিযানের বিষয়ে বলেন, ইউনাইটেড হাসপাতালের মাইক্রোবায়োলজি ল্যাব, হিস্টোপ্যাথলজি ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, ক্লিনিক্যাল প্যাথলজি ল্যাব, হেমাটোলজি ল্যাবসহ সব ল্যাবে ব্যবহৃত রাসায়নিক পদার্থ ও উপকরণ পরীক্ষা করা হয়।

পরীক্ষায় দেখা যায়, তাদের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট (শনাক্তকরণ রাসায়নিক পদার্থ) ব্যবহার হতো। এছাড়া অননুমোদিত এজেন্ট থেকে ওষুধ ক্রয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এমনকি সার্জারিতে ব্যবহৃত সুচারের মেয়াদও শেষ হয়ে গেছে।

মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, অননুমোদিত এজেন্ট থেকে ওষুধ ক্রয় ও মেয়াদউত্তীর্ন ওষুধ রাখার দায়ে তাদের ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও উপকরণ পরিবর্তন ও না সরালে তাদের আইএসও কর্তৃক প্রদত্ত সনদও বাতিলের সুপারিশ করা হবে বলে আদালত জানান।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিভিন্ন যন্ত্রপাতি, ল্যাব ও ওষুধপত্রের মেয়াদ যাচাইয়ে অভিযান শুরু করে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‍্যাবের এ অভিযানে স্বাস্থ্য অধিদফতর ও ওষুধ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন