রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

বঙ্গবন্ধুর জন্মদিবস পালন বিজিবির

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মদিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিভিন্ন কর্মসূচী পালন করেছে। বিজিবি সদর দপ্তরসহ সকল রিজিয়ন, সেক্টর, প্রতিষ্ঠান, ইউনিটসমূহের মসজিদে ফজরের নামাজের পর মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া করা হয়। এছাড়া তার জীবনীর ওপর আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র ‘‘সতীর্থ এসো সত্যাশ্রয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’’ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকাল ১০ টায় বিজিবি সদর দপ্তরে বীর উত্তম ফজলুর রহমান খন্দকার মিলনায়তনে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র ভারপ্রাপ্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আনিছুর রহমান, বিজিবিএম, এনডিসি। প্রধান অতিথি ছাড়াও বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা করেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মজিবুর রহমান, ওএসপি, পিপিএম (সেবা), এনডিসি, পিএসসি। অন্যানের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন লেঃ কর্নেল মোঃ শহীদুর রহমান, পিবিজিএম, পিবিজিএমএস, নায়েব সুবেদার সহকারী মোঃ আব্দুর রাজ্জাক ও সিপাহী মোসাঃ রোকেয়া পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মেজর মোঃ তানভীর আহমেদ নিজামী। অনুষ্ঠানে পিলখানায় কর্মরত বিজিবির সকল পর্যায়ের কর্মকর্তা, সৈনিক ও অসামরিক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন